জীবনানন্দের কবিতার মত যদি কখনো ফিরে না আসি
আমায় খুঁজো তুমি আমার কাব্য মাঝে,
দেখবে কবিতার সুর , ছন্দ আর উপমায় আছি মিশে।
গোপাল বাবুর পুষ্পিতার মাঝেও আমার ছাঁয়া খুঁজে পবে
যেমন করে ফল পাতার আড়ালে লুকিয়ে থাকে।
আমায় পাবে তুমি পদ্মার পলি আর বালিতে
যেখানে আমি আর রজনী খোলা পায়ে হেঁটেছি অবিরাম,
হয়তো এখনো রয়েছে পায়ের চিহ্ন অম্লান।
অথবা পাবে পদ্মার আগ্রাসী ভাঙ্গণে পাড়ে দাঁড়িয়ে
সর্বস্ব হারানো কোন এক দুঃখীনি মায়ের আর্তনাদে,
রজনীকে হারিয়ে আমারও ভেঙ্গেছে হৃদয়ের পাড়
হারানোর বেদনারর অস্ফুটো আর্তনাদ বুকে চেপে
বিশটি বছর কেটেছে আমার
কেউ শোনেনি তা বুকে কান পেতে।
।।
আমাকে পাবে ছিনতাইকারীর হাতে নিহত বেওয়ারিশ লাশে
আমার মত সেও বলে যেতে পারেনি
হাজারো জমানো ব্যাথা অকপটে।
আমায় পাবে তুমি অতিথি পাখির ঝড়া পালকে
যা পরে থাকে অবিন্যাস্ত পদ্মা-যমুনার বুকে জেগে উঠা বালি চরে,
সৌন্দর্যের ভূষন হয়ে যা আর ফিরে যাবেনা বরফ ঢাকা সাইবেরিয়া।
যেমন করে রজনীকে হারিয়েছি জীবনের তরে।
      ****