আমি আজ আর কোন কবি নই
কোন কবিতার জন্মও দিতে চাইনা,
আমি আবেগী ,বেহিসেবি ,বেহায়া , নির্লজ্জ , উলঙ্গ ,উন্মাদ এক আদমী।
মানবতার জগৎ থেকে বহুদূরে আমার পদচারণ,
তাজরিনে পোড়া দেড়শতাধিক বিকৃত লাশের সাথে আমার বসবাস।
আমি পিলখানায় শহীদ সেনা অফিসারদের পাশে বসে হিসাব কষি ,
গড়মিল সে হিসাব-
আজো ডেবিট-ক্রডিট মেলেনি।
সভ্য শব্দটি আমি ভুলে গেছি সেইদিন -
যেদিন ধ্বসে পড়েছে রানাপ্লাজা
সকালের সোনালী রোদে,
যার ভেঙ্গে পড়ার শব্দ আজো আমার কানে বাজে তিন সহস্রাধিক আদম সন্তানের আর্ত চিৎকার ,
দুই সহস্র লাশের পঁচা উৎকট গন্ধ এখনো আমার নাসারন্ধে ,
জগৎ বিখ্যাত প্যারিসের পারফিউমেও সে গন্ধ মুছে যায়না।
ধ্বংস স্তুপের নিচে চাপা পরে দুমড়ে -মূছড়ে গেছে আমার কবিত্বের অনুভূতি।
এখন আমি আর কোন কবি নই,
এখন আমার অন্তরাত্মা কাঁদেনা-
খুন, গুম , অপহরণ , ধর্ষণ কিম্বা
শিশু নির্যাতনেও ।
আমি অসভ্য জগতের এক অসভ্য অন্ধ আদমী।
আমি আজ আর কোন কবি নই।