[পাংশার সাঁজুরিয়ায় অজ্ঞাত ব্যক্তির দ্বারা  অপহৃত মুরছালিন (৬)নামে শিশুর নির্মম হত্যার পর  ১৯/০৫/২০২১ তারিখে তার বস্তাবন্দী লাশ উদ্ধার হয় পাটক্ষেত থেকে। এমন নির্মম নিষ্ঠুর শিশু হত্যার প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই। অনুভূতি প্রকাশ মাত্র। এমনি করে আর কোন
মায়ের বুক খালি না হোক। আমরা পশুত্ব ত্যাগ করি।]
***************************
ভাষা রুদ্ধ আমার মুরছালিন-
চোখের কোনে লোনা জলেরও বড় আকাল,
স্থির পাথরের মত নিরেট হৃদয় ।
শুধু তোমার নিষ্ককলুস নিষ্পাপ হাসির পানে চেয়ে আছি।
ভাবনার করিডোরে আহত চিন্তাগুলি ঘুর পাক খায়,
মূক প্রতিবন্ধীর মত আমি নির্বাক।
পাপ এখনো তোমাকে স্পর্শ করেনি
তবে কেন তোমার এ করুণ পরিণতি?
বিবেকের কাছে বার বার প্রশ্ন রেখে চলেছি,
উত্তর পাবো না জেনেও।
দু'দিন ধরে দেখেছি সোশ্যাল মিডিয়াতে
তুমি অপহৃত
বারবার ফোন স্কিনে খুঁজেছি তোমায়,
কখন যেন সন্ধান পাব ;
হ্যাঁ পেয়েছি বটে!
তবে-
এমনি করে তো পাবার কথা ছিল না!
ব্যাধের বন্দী খাঁচা থেকে মুক্তি পেয়ে যেমনি করে
আকাশে ডানা মেলে বিহঙ্গ
তেমনি করে ছুটে আসবে তোমার মায়ের বুকে।
কি নির্মম নিষ্ঠুর নিয়তি তোমার
বস্তাবন্দি লাশ হয়ে সবুজ কচি পাটক্ষেতে
ভ্যাপসা গরমে তোমার কচি কিশলয়ের মত
শরীরে পচনের দুর্গন্ধ
দিগ্বিদিক মাছির উড়াউড়ি,
শুয়ে আছো নীরব নিথর দেহ নিয়ে,
নরম শয্যায় নয় একেবারে বস্তাবন্দী।


দেখলেনা তোমার মায়ের গগণবিদারী  আহাজারী,
হাজারো মানুষের চোখে জল।
আর কত দেখবো এমন
আর কত মায়ের বুক খালি হবে
নির্মম নিষ্ঠুরতায়।
***