আমরা করেছি রণ মৃত্তিকার সাথে
ধরিয়াছি হাল মোরা সুকঠিন হাতে,
করিয়াছি শষ্য পূর্ণ বসুধার বুক
জন্মে জন্মে শুধু জ্বলি , জোটেনা সুখ।
জোটেনা রোগের পথ্য বধু মর মর
বৈশাখের রুদ্র ঝড়ে ঘর পড় পড় ।
বণ্যাতে ভেসেছে বাড়ি , ভেসে গেছে ধান
অবাক পৃথিবী মোর জোটেনিকো ত্রাণ।
ছেলেটি কেঁদেছে কত দূর্যোগের রাতে
জোটাতে পারিনি খাদ্য ছিনু রিক্ত হাতে।
ফসল ফলিয়ে মোরা থাকি উপবাসে
পথে ঘাটে সয়েছি জ্বালা কত উপহাসে।
।।
কিছুই রাখিনি লিখে হৃদয়ের পটে
নীরবে সয়েছি সব যখন যা ঘটে,
ঘরের গৃহিনী মোর কেঁদেছে আড়ালে
ঈদ পার্বনে বসন জোটেনি কপালে,
নীরবে ঝরেছে অশ্রু কে রাখে খবর
দেশের সেবক মোরা সাধক জবর।
।।
শুনহে পৃথিবী মোর চির পূণ্য ভূমি
কোথায় রেখেছ বল, কহ সত্য তুমি।
পৃথিবীর ইতিহাসে লেখা রবে জানি
কেহ কভু পড়িবেনা আমাদের বাণী।
রৌদ্র দীপ্ত ধরা তলে শস্য পূণ্য মাঠে
শীত-বসন্ত- বর্ষায় দিন মোর কাটে।
পৃথিবীর সাথে আছে ছোট পরিচয়
ফসল ফলাই মোরা তার বেশি নয়।
            ***