আমি একবার দু'বার নয় -
শত সহস্রবার তোমাকে বুঝতে চেয়েছি গভীর তন্ময়তায়,
অনুভব করতে চেয়েছি হৃদয়ের সবটুকু অনুভূতি দিয়ে;
হয়তো তোমাকে বোঝাতে পারিনি -
সেটাই আমার ব্যর্থতা।
অন্ধকার নিশিতে যেমন আকাশ বুঝতে চায় নক্ষত্রকে,
তৃষিত চাতক মেঘপানে চেয়ে বৃষ্টিকে,
ঠিক তেমনি করে আমিও অনন্যা তোমাকে।
অশান্ত উত্তাল সাগরে দিকহারা নাবিকের মত দিশেহারা,
তীরে ফেরার প্রত্যাশা নগন্যই হয়তো থেকে যাবে,
শুধু অনিমেষ চেয়ে থাকা বৈ কিছু নয়।
জানো অনন্যা কষ্টের নিশির কখনো ভোর হয়না,
সে নিশি বড় দীর্ঘ।
আমার রাতের বুকে নিশিকালো কেটে কভু সূর্যের আলো পরবেনা জানি,
সকালের ঘাসের বুকে জমে থাকা শিশির শুকাবেনা-
এ জলজ্যান্ত দিবালোকের মত সত্য,
তবু এতটুকু আশাহত নই-
শুনেছি তপ্ত মরুর বুকেও কিছু বৃক্ষ বাঁচে,
ঠিক তেমনি করে প্রত্যাশা আমার।


         **