আমি দেখিয়া শুনিয়া বুঝেছি সবি
স্বচক্ষে দেখেছি ধরার সকরুণ এক ছবি:
দেখেছি এখানে ধুসর মেঘের মেলা
এখানে শুধুই রক্তের হোলি খেলা।
ভালোবাসা এখানে শুধুই  মুখের বুলি
এখানে এখন ব্যান্ডেজ আর তুলি।
কঙ্কালেরা এখানে মিছিলে টানে
দুঃস্বপ্ন বেঁধেছে বাসা, বোঝেনা জীবন মানে।
এখানে চলিছে যাদুর সকল ফাঁকি
সূর্য ওঠার এখনো অনেক বাকি।
এ চলার পথ হয়নি এখনো শেষ
যেতে হবে বহুদূর,
সম্মুখে দেখো, জেগেছে তরঙ্গ- উত্তাল সমুদ্দুর।
**
আমরা এখন ক্রীতদাস নই কারো
সময় এসেছে বাংলা আমার ছাড়ো।
শত বছরের পুঞ্জিত ঘাত হৃদয় হয়েছে জমা
অন্যায় আর অবিচার বল সহিবো কত আর -
হৃদয় নাইকো ক্ষমা।
আমরা এখন নইতো  ঘুঘুর ছাও
শয়তানী  চাল তোমরা ভুলিয়া যাও।
এসেছে দিন এবার তোমরা হারো
নইলে এবার জ্বালাবো চিতা- বাংলা আমার ছাড়ো।
চিনেছি তোমাদের ভালোভাবে আমি
বাদ নাই আর কারো
ছাড়ো এবার ছাড়ো
বাংলা আমার ছাড়ো।
         ***