বার বার ফিরে আসি শুধু তোমারই কাছে,
কোন অধিকার নিয়ে নয়-
কিম্বা অধিকার দাবী করতেও নয়,
তোমার নিটোল মুখপানে অপলক
চেয়ে দেখবো বলে,
যেমন করে লিওনার্দো মোনালিসাকে -
প্রকৃতির কবি বনলতাকে,
যেমন করে শিশিরে ভেজা সবুজ
ঘাসগুলি চেয়ে থাকে সোনালী সূর্যের পানে,
পৃথিবী পূর্ণীমার চন্দ্রের দিকে।
আচ্ছা নন্দীতা তোমার নাকের বাম
তিলটি আজো আছে কি?
চাঁদের কলঙ্ক আছে জানি
তবে সেটিই নাকি তার সৌন্দর্য
বোধ করি তোমার তিলটিও তাই।
শ্যাম্পু করা অশান্ত চুলের সুবাস
আজো ভেসে আসে নাকে,
তোমার সুরেলা কন্ঠের গানটি
আজো কানে এনে বাজে,
মনে মনে পরে নন্দীতা?
শান বাঁধানো পুকুর ঘাটে পূর্ণীমা-
নিশিতে গেয়েছিলে ।
।।
কোথায় আছ ,কত দূরে?
জাভা,কম্বোডিয়া, সুমাত্রা, আমাজান অববাহিকা , সিন্ধুপারেও খুঁজেছি তোমায়।
শুধু একবার বল -
আর আমি বার বার ফিরে আসি
আর কিছু নয় মোর চাওয়া।
      ****