তোমার দেয়া বেদনাগুলো আমি পরম যত্নে লালন করি,
অমৃত স্বাদ উপলব্ধি করি দারুন তৃপ্তি ভরে।
তুমি যখন সুরেশ বাবুকে জড়িয়ে ধরে বাইকে যাও-
দেখে আমার হৃদপিণ্ডে আনন্দের রক্তক্ষরণ হয়;
কুরবানির পশুকে যেমন জবাই দিলে গল গল করে স্রোতবয়-
ঠিক তেমনি করে ঠিকরে পরে।
পাখির বুকে আশ্রিত ছানাগুলো হারলে যেমনটি আহত হয়
তোমা বিহনে যাতনাগুলো তেমনি মধুর হয়ে হৃদয়ে বাজে।
অতীতের স্মৃতিগুলো আজ কেন যেনো -
বিশ্বাস করতে আমার বড্ড কষ্ট হয় অনন্যা!
সবই যেনো আজ পলাশীর ইতিহাসের মত নির্মম,
অপারেশন সার্সলাইটের বিভৎসতাকেও হার মানায়।
তবু তোমার প্রতি এতটুকু ঘৃণা জাগেনা
ধাতু পুড়ে যেমন পোক্ত হয়-
তেমনি হৃদয় পুড়ে পোক্ত হয়েছে বুঝি
সবই সয়ে যাই অবলিলায়।
           ***