কাঁঠাল গাছের ছায়ায় কাটে বিবর্ণ দুপুর
মৃত্তিকার ভাঁজে ভাঁজে সূর্যের প্রখর কিরণ,
মাধবীর গোলাপী মুখ-খানা গাঢ় হয়ে উঠে,
বিন্দু বিন্দু ঘাম জমে উঠে সুচারু নাকের উপর;
কপালের ডান পাশের তিলটিকে মনে হয়-
আন্দামানের কোন এক দ্বীপ
হাজার বছর ধরে যেন এলাচের গন্ধ ছড়ায়।
ভালবাসার সংঙ্গা দিতে চেষ্টা করি-
কেহ বলে সুখ, কেহ বলে আঘাত;
নাহি জাতি, নাহি বর্ণ ভেদাভেদ রীতি;
নিয়ে যায় আমাকে দূর কোন লোকে-
হৃদয়ের একান্ত পাশে;
সূর্য যেমন সূর্যমূখীরে -
ভোরের আলো যেমন ঘাসের উপর শিশির বিন্দুকে।
যতবার দেখি আমি মাধবীকে-
ততবার মনে হয় ভালবাসার সংঙ্গা কত বিচিত্র,
শরতের আকাশ যেমন ঘন ঘন পাল্টে দেয় রূপ।
কখনো মনে হয় সে যেন সাগরের নীলিমা
ভালবাসার সংঙ্গাগুলো ওঠেনা দানা বেঁধে।
          ****