রসালো হরিৎ টসটসে যৌবনা চন্দনা বয়ে চলেছ বিরামহীন,
অশান্ত ঢেউয়ে উথাল-পাথাল করেছো দুকূল।
তোমার উন্মত্ত চঞ্চলা শরীরে- পাল তোলা গয়নার নাও চলছে সারে সারে,
ধীবর  জাল ফেলে ধরেছে রূপালী ইলিশ।
কী গৌরব তোমার চন্দনা!
সুন্দরী ষোড়ষী নারীর মত অহংকারে ছুটে চলো;
কখনো পার ভাঙো,
ভাঙো আবাদী জমিন,বশত ভিটা,
অবাধ্য অহংকারে পদদলিত কর সব।
অথচ- আজ এ কি চেহারা তোমার?
বিশ্বাস করতেও বড় কষ্ট হয়,
শুকনো আঙুরে মত চুপসে গেছো একেবারে,
চামড়ায় ভাঁজ পরে গেছে,
ঝুলে গেছে বুড়ো বটের শরীরে গজানো অজস্র শেকড়ের মত।
আজ কোথায় গেলো তোমার অহংকার?
যুদ্ধে পরাজিত সৈনিকের মত আত্মসমর্পণ করবে -
এটা ভাবতেও কষ্ট হয়,
তুমি এখন বিবর্ণ চন্দনা।
      ****
রচনাকালঃ- ১১.০৪২০২২