বিবর্ণ অতীতকে এখন আর কাছে টানিনা
অযথাই শুকিয়ে যাওয়া ক্ষতকে খুঁচিয়ে খুঁচিয় রক্ত ঝরানো,
যে অতীতে সূর্য ওঠেনি কোনদিন
পূর্ণীমার চাঁদও দেয়নি আলো
তাকে আর কাছে টেনে লাভ কি?

নীল বেদনায় এখন আমার বাস
যেখানে বিরতিহীন অমাবশ্যার রাতি
সেখানে আলোর কল্পনা বড়ই বেমানান
রাতের আঁধার ভেদ করে ভোরের আকাশে সূর্যের প্রত্যাশা অলীক।

সাগরের নীলাভ জল দেখেছ নন্দিতা?
তাতে পুলকিত হলেও নীল খুঁজে পেয়েছ কি?
সেটাই সাগরের যন্ত্রনা,
সে যন্ত্রনা বুঝবার মন কজনার আছে বল!
ঝড়া পাতার যন্ত্রনা কেউ বুঝতে পারেনা
বুঝতে চায়ওনা কেউ কখনো।
অনুভূতিগুলি ভোঁতা হয়ে গেছে
চাপাপরা ফ্যাকাশে ঘাসের মত
স্তব্ধ হয়ে গেছে সব ,
টুইন টাওয়ারের কিম্বা রানাপ্লাজার নীচে
চাপা পরেগেছে সব অনুভূতি।
নন্দিতা তবু তুমি নন্দিত
বিবর্ণ অতীতকে আর কাছে টানিনা।
     ***