কবি গোপাল বাবুর অহত পাণ্ডুলিপির মতই -
আমার কবিতাগুলি বিচ্ছিন্ন ভাবে
পরে থাকে অকাতরে
অতিথী পাখির ঝরা পালকের মত অবিন্যাস্ত-
চাপা পরা ঘাসের মত ফ্যাকাসে-বিবর্ন পাতাগুলি কখনো বা চোখে পরে
ঠিক যেন রজনীর বিকৃত অনুরাগ
বিবর্ন ইতিহাসের মতই বদলে যায় সব
শুধু বদলায়না পুরনো স্মৃতিগুলি।
নর্দমার নালায় ভেসে যাওয়া মত গন্ধ ছড়ায়
তবু একেবারে মুছে যায়না সে স্মৃতি
ধ্রুব নক্ষত্রের মতই ভেসে উঠে
মনের জানালায়।
পুরনো স্মৃতির মতই যখন আবার দেখি ওকে
ফুটন্ত গোলাপের ন্যায় ওর শরীরের
ভাঁজ থেকে সুগন্ধ পাইনা একদম
মেস্তা পরামুখে শুধুই ভাগাড়ে পরে
থাকা গলিত পশুর লাশ থেকে দুর্গন্ধ ছড়ানো বায়ুর কষ্ট অনুভব করি
সে আজ বিকৃত গোলাপ।

অথচ সৌন্দর্যের প্রতীক হয়ে থাকতে পারতো চীর জীবন্ত,
দীনতার অজুহাতে -ঐশ্বর্যের মালিক হতে
ও আজ ভাগাড়ের পশুর মতই পচে গেছে
ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ক্ষুধার্ত শকুনের মত অসংখ্য হিংস্র পশু।
অথচ আজ কিছুই করার নেই
অনুভব করি শুধু একটি সুন্দর সম্ভাবনাময় জীবনের অপমৃত্যু।