আয়ানরে লয়ে মেতে থাকো রাধিকা , আমি কাহ্ন কে?
আমারে সাধিতে অনুরাগ তোমার সয়েই গেলো যে।
তাম্বুল আমার লইবেনা তুমি  তাহাও বুঝিছি সোজা
তোমারে লইয়া নন্দের পোলার হইবে নাতো বুঝা।
বড়ায়ীরে আমি বলেছি কত তোমাকে কহিতে শত
বলেছিল সে তবুও তুমি করিলেনা মাথা নত।
বাঁশরীতে বড় সুর বাজিছে দেখো ঐ যমুনা ধারে
তবুও রাধিকায় আমারে তব বুঝিতেনা পারে ।
পাষাণ হৃদয়া অনন্যা রাধিকা এ কেমন অনুরাগ
এসো বন্ধু কুসুম কাননে চলি দু'জনে ধরি হাত।
নহে বিন্দাবন ছুটি অকারণ চলি অবলিলায়
ক্ষণিকের তরে এসোহে বন্ধু যাইগো নিরালায়।
বিহঙ্গ কূজনে বিরহ-দহনে আর নহেগো পুড়ি
সরস বসন্তে এ মন হরষে মধুর অমৃত ধরি।
আমারে পুড়িয়ে কী সুখ লভিবে বলনা মোরে প্রিয়ে?
ওগো আয়ান বনিতা এসো বিন্দাবন কিম্বা মথুরা হাটে।
সমাজে আমি ডর করিনাতো যদি আসো মোর ধারে
চলে যাবো মোরা লাজ লজ্জা ফেলে অমৃত সাগরে।
সত্য বলেছি একদম আমি মিথ্যা কিছুই নহে
চলে এসো তুমি নহেগো দেরি বন্ধন ছিন্ন করে।
তৃষিত বক্ষে অমৃত আনো  মিটাও মনের তিয়াস
বিরহ অনলে জ্বলি আমি তবে সে নহে তুই চাস।
                     ***


                ***