তোমার চাহনীর মাঝে আজো রহস্য খুঁজি অবিরাম
ওঝা যেমন তিক্ষ্ণ দৃষ্টিতে বিষধর ভূজঙ্গের দিকে।
সে রহস্য বড় কঠিন আবরণে ঢাকা,
মেঘের আড়ালে সূর্য যেমন হারিয়ে যায়-
ছায়া ফেলে পৃথীবির বুকে।
।।
কেমন করে বুঝবো বলো-
মুখোশের আড়ালে কি কাউকে চেনা যায়?
তুমিও কি পেরেছিলে চিনতে-
অবিনাশ যখন মিথ্যে ভালবাসার সরলতায় তোমার শরীরের স্বাদ নিয়েছিল?
তোমাকে আশ্বাস দিয়েছিল তুমি বিহনে তার পৃথীবি অচল।
অথচ- সব জেনেও তোমাকে  বড্ড বেশি ভালবেসেছিলাম,
তোমার হারানো  কষ্ট আর অতীতকে মন থেকে মুছে দিতে।
বুঝতে পারিনি মৌমিতা,
একদম বুঝতে পারিনি
তুমি অবিনাশ বাবুদের চেয়েও জঘন্য;
কত শত অবিনাশ তোমার শরীরের ক্ষুধা মেটালে তুমি তৃপ্ত!
সে হিসাব মেলেতা পারিনা,
তুমি  খোলসের আবরণে
নষ্ট হয়ে যাওয়া এক কলঙ্কিত বহুচারিণী।
আজ বুঝি - মৌমিতার চাহনীতে ভালবাসা লুকিয়ে ছিলনা
ছিল বহু পুরুষকে  আকৃষ্ট করবার নিকৃষ্ট বাসনা।  
      *****