দিবস- যামিনি ভেবেছি তোমারে নিরন্তর পথ চেয়ে
কোথায় আছ কেমন আছো জানিনা আমি তারে,
নাফ নদীর তীরে খুঁজেছি তোমায় কতযে অকাতরে
মঙ্গলা পাড়ে দাঁড়িয়ে থেকেছি পরনি নজরে।
মুক্তাগাছায় গিয়েছি আমি যদিবা দেখা পাই
কান্তজিয় মন্দির রামসাগর সেথাও খুঁজি তাই।
শালবনবিহার দেখিলাম, লালমাই পাহাড়েও যাই
পাহাড়পুরের বৌদ্ধবিহার সেও বাদ পরে নাই,
স্বপ্নপুরী কতজন ঘুরে কপোত-কপোতি যেনো,
হয়তো তোমারে পাইতেও পারি মনে ভাবি হেনো।
মহেশখালী সেন্টমার্টিন কুতুবদিয়াও গেছি
অনন্যা তোমারে খুঁজিতে গিয়ে সবইতো ভুলে আছি।
মাধবকুণ্ড সিতাকুণ্ড সেথা মানুষের ভীরে
জাফলং পাথরে বসেও খু্ঁজেছি আমি তারে।
পঞ্চগড়ের আদিবাসী পাড়ায় বলেছি তোমার নাম
সোনামসজিদে কত কাটিয়েছি সময় পাইনি কোন দাম।
আজো খুঁজি তারে প্রতিটি প্রহরে যথায় ভাবি মনে
কোথাও কি পাবো তাহারে আমি দেখিতে মোর সনে।
অলক্ষ্যে বসিয়া কেন সে মোরে দিয়ে যায় হাতছানি
তাহার মর্ম পারিনা বুঝিতে কেন তাহা নাহি জানি।


                       ***