একটি অসম্ভব রকমের অবিশ্বাস
দানা বেধে আছে হৃদয় কোনে,
সত্যও কেন যেন আর সত্যের মত মনে  হয় না,
সে যেন মিথ্যের যাঁতাকলে পিষ্ঠ হয়ে বিকৃত  ।
অকারন অপলক আকাশ পানে চেয়ে নীল খুঁজি,
কেন যেন প্রশ্ন জাগে -
তুমি কি আসলেই নীল!
সবুজ অরণ্যে মাঝে কি সত্যি সবুজ!!
এমনি হাজারটা প্রশ্ন বাণে জর্জরিত হই
এখন প্রতিটা মূহূর্তে।
অশান্ত সাগরের বুকে ঝড় বয় প্রতি নিয়ত
ক্ষিপ্র গতিতে আছড়ে পড়ে মুখে নয়,
একেবারে বুকে
সব স্বপ্ন নিয়ে যায় কেড়ে-
ধূয়ে যায়, মুছে যায় হৃদয়ে জমা করা
সত্যের সব সংলাপ।  
মিথ্যে হয়ে যায় সেই সত্যিগুলি-
দিগন্তে মিলিয়ে যায় সন্ধ্যাকাশের সূর্যের মত
নেমে আসে অন্ধকার গাঢ়তর ছায়া।
সত্যের পথ হারিয়ে ফেলি
হয়ে যাই দিক ভ্রান্ত উতপ্ত মরুর
ফেরারী যাযাবর।


                  ****