মোনালিসা দেখেছি লিওনার্দের আঁকা অপূর্ব রহস্যময়ী হাসিতে,
বনলতা সেনকে দেখেছি জীবনানন্দের নিপুণ শব্দের কারুকার্যে,
ক্লিওপেট্রাকে দেখেছি ইতিহাসের পাতায়,
আর আজ তোমাকে দেখলাম,  
সত্যি দেখলাম!
নাকি স্বপ্নের ঘোরে ইন্দ্রজালে মিথ্যে কিছু,
ঘোর কাটেনি এখনো
তোমার রেশমি চুলের কি বাহারী উজ্জ্বলতা
ধবল দাঁতের নিষ্কলুষ নান্দনিক হাসিতে বিমোহিত হয়েছি,
তোমার মুখের আরশীতে দেখছি নিজের প্রতিকৃতি তোমার মধ্যে হারিয়ে গেছে আমার স্বত্বা।
আকর্ষিত হই মক্ষিকার মত তোমার পানে
ওগো প্রবাসিনী তোমার শরীরের পারফিউমের গন্ধ আমার নাসারন্ধ্রে
অস্পৃশ্য  মাদকতায় মাতোয়ারা হই।
তুমি কোন কারিগরের সৃষ্টি
যে তোমাকে নিজের হাতে গড়লেন?
তোমাকে এখনো স্পর্শ করেনি কোন পতঙ্গ
তুমি আনকোরা মোড়কে ঢাকা আছো
শুধু আমারি স্পর্শের অপেক্ষায়।
   *****