হিসাবের খাতা খুলেই দেখি
দেনার পল্লা ভারি,
শোধরানোর সামর্থ একেবারেই নাজুক
জীবনের সব অর্জণ পাঁজা পাঁজা মেপে দিলেও বোধকরি থেকে যাবে
সাড়ে পনের আনা বাকি।
হতাশ আমি,
যোগ -বিয়োগ, গুন-ভাগ কোনটাই মেলাতে পারিনি,
সহজ সরলও জটিল,
সমীকরণ হয়না সহজীকরণ
ভাগের ফল সবার মেলে
আমার অবশিষ্ট তে হয়না দায় শেষ।
আমার নাকি এ্যালজেব্রার সুত্র
কিম্বা অনুসিদ্ধান্ত বিহীন মেলাতে হবে,
আমি পারিনা ,
আমি পারবোনা ,
আর হিসাবের খাতায় দেনার পাল্লা হতেই থাকবে ভারি,
এখানে কেউ করো নয়
রয়ে যায় শুধু দায়।
         ***