ওগো সুর সাধক- ভূপেন হাজারিকা,
চলে এসো এই মর্তলোকে,
আকাশ বাতাস মাটি ফুঁড়ে,
আর একবার সুর সাধো
তোমার মরমী কণ্ঠে,
ইথারে ভেসে উঠুক মানবতার সুর,
আমরা এখনো মানুষ হতে পারিনি-
মোদের কর্ণে ধ্বনিত হোক সেই অমর বাণী-


" মানুষ মানুষের জন্যে
  জীবন জীবনের জন্যে।"


ওগো সুরের যাদুকর -
দেখে যাও আমরা মানুষ নামের কেমন দানব
দাপিয়ে বেড়াই নিশিদিন হিংস্র  জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর রূপে
হায়েনার চেয়েও দলবদ্ধ আগ্রাসী,
ক্ষুধার্ত বাঘের চেয়েও নির্মম।
লোভ আর অহংকারে আমরা জন্মান্ধের মত বর্বর।
তোমার সুললিত কণ্ঠধ্বনিতে আবার মূখরিত হোক গোটা বিশ্বের পরতে পরতে,
দূরহোক পঙ্কিলতা,
জাগ্রত হোক বিশ্ব মানবতা।
    ***