জানো অনামিকা -
আজো চেয়ে আছি দূর দিগন্তে নীলিমার দিকে
যেখানে আকাশ মিশে গেছে মৃত্তিকার সাথে
অপলক দৃষ্টি আমার ফিরেনা একেবারে
শুধু আবার দেখবো বলে।
হাজারো বাধা ডিঙ্গিয়ে সাথী হারা সাথী হারা কপোতীর মত
শিকারীর বন্ধি শালা ভেঙ্গে ফিরে আসবে তপ্ত বুকের মাঝে,
যেমন করে বৈশাখে শুকনা মৃত্তিকার বুকে এক পশলা বৃষ্টির ছোঁয়া,
কতটি দিবস, রজনী, মাস, বছর কেটে গেছে তার হিসেব রাখিনি।
সময়ের হিসাব ভুলে গেছি সেই কবে,
সওদাগরের সপ্ত ডিঙ্গায় -
সাত সমুদ্রুর তের নদী পেড়িয়ে কবে নোঙ্গর ফেলবে পদ্মার ঘাটে
সহস্র দিনের প্রতিক্ষার অবসান ঘুঁচিয়ে
সেই নিটোল মুখ খানী ভাসবে আঁখি পাতে,
অতৃপ্ত, তৃষিত বুক খানি ভিজবে শীতল জলে।
শূণ্য বুকের মাঝে সজীবতার ছোঁয়ায় হবো উজ্জিবীত
যেমন করে ভোরের সবুজ ঘাসের উপর শিশিরের কণা প্রথম সূর্যালোকে উজ্জিবীত থাকে-
সেই প্রত্যাশায় আজো চেয়ে আছি
জানি তুমি আসবেই অনামিকা
সে বিশ্বাস আমার আছে
এবং থাকবে।
   ***