জীবনের প্রয়োজনে
মোসলেম উদ্দিন মনির ,
।।।।
খুব কাছে এসেও ভুল হয়ে যায়
পরিচিত - অথচ আজ কত অচেনা তুমি
অনুভবের দরজায় ঝুলছে তালা
প্রবেশের অনুমতি একেবারেই নগণ্য,
একদিন খুব কাছে থেকেও বুঝিনি
তুমি এত দূরে কোথাও যাবে হারিয়ে
অচিন পুরের দেশে,
যেখানে পাবোনা হাজারো বার তালাশের পর তালাশে।
হারানোর বেদনা বড় ভারী
বইবার সাধ্য কার বলো?
আমার চেতনার রং এখন বড়ই বেদনার
নীল বসনে লালন করি তিক্ত যন্ত্রনা
বুকের মাঝে অবিরাম রক্ত ক্ষরণ
সে তুমি বুঝবেনা নন্দিতা ,
কষ্টের মিছিলেরা আমার চারিধারে-
খণ্ড খণ্ড মিছিল এক হয়ে বৃহৎ জনসমুদ্রে উত্তাল ঢেউ তোলে,
প্লাবিত হয় আমার দেহের চারিধার,
তছনছ হয়ে যায় সাজানো স্বপ্নগুলো
খুঁজে পাইনা জীবনের মানে।
তবু আশাহত হইনা - জীবনের প্রয়োজনে আজো আছি তারি পথ পানে চেয়ে
জানিনা সে প্রত্যাশার শেষ কোথায়-
কত দূরে।
প্রাকৃতিক দূর্যোগে বিহঙ্গ যেমন
বিহঙ্গীর হারিয়ে তার তরে চেয়ে থাকে অবিরাম প্রতিক্ষায়---
       *** ***