হৃদয়ের গভীরে জমে আছে এক
আকাশ কষ্ট,,
বিন্দু বিন্দু করে আজ যার আকার পর্বত সম,
এখন ওরা বিদ্রোহ করতে চায়-
মুষ্টি বদ্ধ হাত উঁচিয়ে স্লোগান করে
বেড়িয়ে আসতে চায় রাজ পথে।
নিয়ন্ত্রনে ভারসাম্য হারিয়ে ফেলি-
খেই হারাই,
কষ্টরা এমন কেন হয়?
কেউ শোনেনা,
কেউ বোঝেনা,
কেউ বুঝতেও চায়না।
মনের আকাশটা কত বড়?
এত কষ্ট ধরে কি করে-
তার তল খুঁজে পাইনি আজো,।
কষ্টের বাগানের মালিরা ভীষন দক্ষ
নিপুন হাতে সাজাতে অব্যর্থ,
একটার পর একটা-
ঠিক শাহজাহানের গড়া তাজমহল,
রাণী ভবানীর রাজ প্রাসাদ।
বোধ করি নন্দীতাদের হৃদয়ে এমন আকাশ নেই,
জানি রাজমিস্ত্রির বাড়ি প্রাসাদ থাকেনা তারা শুধু গড়তেই জানে অন্যের বুকে
কষ্টের বাগান।
    ****