একটা নিদারুন কষ্ট বুকের মাঝে
কুঁড়ে কুঁড়ে গিড়িখ্যাত তৈরি করেছে -
চারিদিকে শুধুই ভাঙ্গনের সুর কানে বাজে,
কি এক দূর্বিসহ যন্ত্রনায় কাতরাই
যে যন্ত্রনা একান্ত আমার
যা সহজেই বুঝবেনা তুমি -
যা অনুভবের স্পৃহা একেবারেই নেই তোমার।
কুসুমের বুকে যেমন কীটের দংশন
তেমনি করে তোমার দেয়া কষ্টগুলি
হৃদয় জমিনে রক্ত ক্ষরণের বিরামহীন স্রোতের ধারা বয়।
অনেকটি বছর ধরে সহস্র বার
বলছি তোমায়
একটি বারও আমাকে বুঝতে চাওনি
বুঝতে চাওনি কতটা ভালবাসি তোমার !
বার বার বলতে চেয়েছি- বিশাল আকাশের নীলে তুমি ,
অথৈই সাগরের ঢেউয়ে তুমি ,
সন্ধ্যার আকাশে তুমি আমার ধ্রুব তারা
ভোরের নিরবতায় শুক তারা
সেখানেই আমার ভালবাসার স্নিগ্ধতার অফুরান শিহরণ।
তবুও বলি তোমার দেয়া কষ্ট আছে বলেই
স্মৃতির দরজায় তুমি ভাসো আমার আঁখিপাতে ,
ভাঙ্গা স্বপ্নের মাঝে আশা জাগায়
ডুবন্ত তরী ভাসার মতই ।
নাইবা পেলাম তোমায় মৌমিতা
শুধু বলি যেখানেই থাকো
ভাল থেকো তুমি
এ আমার নিখাদ প্রত্যাশা।
আমি অন্ধকার রজনীতে কোটি নক্ষত্রের মাঝে খুঁজে ফিরবো তোমায়।
       ****