কিংকর্তব্যবিমূঢ় ,
মোসলেম উদ্দিন মনির ,
।।
পৌষের কূয়াসার মত চারদিকে
আবছা অন্ধকার আমাকে আচ্ছন্ন করে আছে কিছু কষ্ট
সূর্যের এক চিলতে আলো বৃথাই হাতরে বেড়াচ্ছি শুধু
দিবাকর বড়ই কৃপন বুঝি
ধরা ছোঁয়ার অনেক দূরে ।
গভীর সমুদ্রে দিক হারিয়ে যেমন নাবিক
দিশে হারা
ঠিক তেমনি করে আমার প্রত্যাশাগুলি ঘুর্ণিপাকে আবর্তিত,
সুন্দরের জগতে অসুন্দরের বসবাস ;
শ্রী হীন অনুভূতি গুলি অন্ধকারে হাবুডুবু খায়
চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই।
বিশ্বাস করেনা কেউ
বিশ্বাস করবারও নয়,
তবু সুন্দরের পানে চেয়ে থাকি
এক বিন্দু সুখের তরে
পাইনি -পাবনা এও জানি
এখন আমি কিংকর্তব্যবিমূঢ়।
        ****