সরস বসন্তে তুমি রাই বিনোদিনী
সাগর সঙ্গম জলে  করিবে দেহ ত্যাগ বলে কর অঙ্গীকার।
ধর্মের বিধি নিষেধ অবহেলা করি
তুমি মোরে করিতে প্রতিজ্ঞ কৃষ্ণ কানাই ;
আমি যমুনা পাড়ে দাঁড়িয়ে রাধার তরে
বাজিয়ে যাই মধুর লগনে মোর বাঁশরী।
কৃষ্ণ অভিলাষে তোমার হৃদয় শুকিয়ে  মরুময়,
তুমি শুধাও বড়াই সনে-
নন্দের নন্দন সুস্বরে কেন বাঁশরী বাজায়?
কুসুম শোভিত কুঞ্চিত কেশে কোথায় লুকিয়ে আমার কানাই,
চতুর্দিকে বহিছে আজি বসন্তের বাহারী বায়ু
পাবো কি আমি তাহারে বল থাকিতে  আমার আযু।
মুকুলিত আম্র কাননে- কোকিল কুহুতানে,
ডাকিছে কি সুমধুর!
কত মিথ্যের ছলে দুগ্ধ বিকিতে যাবে মথুরায় হাটে
নাইবা হল বিকিত দুগ্ধ
যদি আমার কৃষ্ণের দেখা মেলে,
ওগো বিনোদিনী,
এমনি করিয়া ভাবিতে নিশিদিন
আমার কাছে হবে তুমি ঋণী।
সবই তো গেল বিফলে
তবে কেন এ বসন্তে -
মিথ্যের মায়াজালে করেছ একাকিনী।


* শব্দ ও তথ্য -শ্রীকৃষ্ণ কীর্তন
                      (বড়ু চন্ডীদাস)