জানি তুমি বুঝবেনা অনামিকা
আমার হৃদয় জমিনে কতটা বেদনার স্তূপ জমা পরে আছে,
নীল কষ্টের বেদনাগুলি শুধুই আমার, যন্ত্রনায় কাতরাই-
দাঁতে দাঁত চেপে রাখি
তবু সইতে ভারী কষ্ট হয় অনামিকা
সে তুমি বুঝবেনা;
বুঝবেনা সে যন্ত্রনায কতটা -
ক্ষত-বিক্ষত হয় আমার অনলে পোড়া মন,
ভারী যন্ত্রনায় নুয়ে পড়ি,
তবু বয়ে বেড়াই -
কেন জান অনামিকা?
শুধু কষ্টগুলি তুমি দাও বলে।

অপেক্ষায় আছি- আর কত কষ্ট-
যন্ত্রনার পাহাড় জমা হবে বুকের গহীনে।
আমার বুকে কষ্ট চাপিয়ে তুমি হালকা হও বুঝি অনামিকা !
যদি হও তবে দাও
যত পার তুমি,
বইবার , সইবার ক্ষমতা আমার আছে
জানি অনামিকা কষ্টগুলি মনে থাকে ,
সুখগুলি নয়।
*** *** ***