কিসের নৈবেদ্য সাজানো মালী তোমার সাঁজিতে
কারে দেবে বলে অপেক্ষার প্রহর  গুনিছ দিবানিশি
- সাথী হার বিহঙ্গের মত।
আসিবে বলে যে গেছে চলে-
মিছে কেন রহিছ বিনিদ্র রজনী জেগে,
মিথ্যের বেসাতি রেখে যে দিল বিষাদ,
ভাবো কেন  - নৈবেদ্যের ডালা ফেলে দাও জলে
ভুলে যাও সব মায়া।
অতীতের সব মধুময় স্মৃতি আজ যন্ত্রনার কাতরায়
হৃদপিণ্ডে রক্তঝরে বিরতিহীন,
সেই স্মৃতির পানে ধেয়ে লাভ কি বলো।
দামী মণি-মুক্তায় সাজানো নৈবেদ্য কি মিটিবে স্বাদ,
সে তো মিছেই কষ্ট বাড়ানোর ফাঁদ।
      ***