হৃদয়ের সদর দরজা খুলে প্রতিক্ষার প্রহর গুনি
নিটোল মুখখানি আবার দেখবো বলে -
সাথী হারা বিহঙ্গ যেমন প্রতিক্ষায় থাকে অহর্নিশি
ভাঙ্গা বাড়ান্দায় বসে অপলক চেয়ে আছি -
পথ পানে
যেমন করে সূর্যমুখী চেয়ে থাকে সূর্য করে।
তোমার মিষ্টি হাসির প্রত্যাশায়  তেমনি করে    চেয়ে আছি
লিওনার্দো যেমন চেয়ে থাকতো মোনালিসার তরে।
একটু স্বস্তি খুঁজি নন্দিতা-
ঠিক জীবনানন্দ যেমন খুঁজেছিল
বনলতা কিম্বা সুরঞ্জনা মাঝে।
জানি তুমি কথা রাখবে নন্দিতা
বরুনার মত কখনো ভাবিনি তোমায়
নীল পদ্ম নয়
এক গুচ্ছ মাধবীলতা
হাতের মুঠোয় উন্মূখ হয়ে আছে
শুধু তোমারই জন্য।
নাদের আলী মাঝির মত নই নন্দিতা
তুমি সত্যি নন্দিত হবে
তোমার বুকেও আতরের গন্ধ ছড়াবে
সেই প্রতিক্ষায়ই চেয়ে আছি
জানিনা সাগরের কাছে কবে ফিরবে তুমি।
       ****