আকাশে ফুটেছে শতকোটি তারা,  
সেথায় খুঁজিনি তোমায় হে প্রেয়সী,দরদী উপমায়;
কল্পিত কল্পলোকে যাচিনি হে অনুরাগী,
বুদ্ধদেবের কঙ্কাবতীর মত লুকিয়ে থাকো -
হৃদয়ের গহীন গহব্বরে ।
আর আমি  লিখি এক প্রস্ত জলজ্যান্ত বিরহের ইতিহাস,
যে ইতিহাস  নিকষ ঘন কালো রাতের মত।
তোমার অশান্ত বাতাসে উড়া এলো-মেলো কেসের ইতিহাস নাইবা বলি,
আজ মিশে গেছো হারনো ঠিকানায়, খুঁজে কে তারে পায়,
সহস্র বিহঙ্গ ঝাঁকে যেমনি বিহঙ্গী মিশে যায়।
দূর সিন্ধু পাড়ে কিম্বা তমসার তটে খুঁজেছি তোমায় বিরামহীন ভবঘুরে,
ইনানী সৈকত থেকে সিংহল সৈকত হয়ে আন্দামান অবদী
রুদ্ধশ্বাসে উন্মাদ ঘুরেছি আমি;
দিবা-নিশি বিনিদ্র কেটেছে আমার, তবু ক্লান্তি বুঝিনি একরতি।
হে মোর প্রেয়সী অপরূপা -
দীপ্তিভরা আঁখিটি তোমার, আমার আঁখিতে উঠিবে কী ভেসে?
ডাহুক পাখির মত গভীর নিশিতে ডেকেছি তোমায়
অথচ নিঃশব্দে যা বুঝিবেনা জানি কোন দিন কোন কালে,
নিঃশব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আমারি কানে।
           ***