সেই কবে কতদিন আগে
তোমাকে দেখেছি নয়নের জলে
শান বাঁধানো পুকুর ঘাটে
পা ডুবিয়ে একাকী বটে।
নীরবে কিছুক্ষণ- দেখেছি অনুক্ষণ
ফিরেছি মুছিয়া দু'নয়ন।
বুঝিতে পারোনি তুমি,
কী বেদনা পুষেছি আমি
পাষানে বাঁধিয়া বুক -
খুঁজেছি অপার সুখ।
তারপর -
অনেকটি বছর গত হলো
জীবনের হিসেব এলোমেলো,
দূর্বার গতিতে কেটে গেলো
সুখের স্নিগ্ধ পরস কী আসে বলো?


অন্তহীন দুঃস্বপ্নে কেটে যায় নিশি কত
বেড়ে যায় হৃদয়ের ক্ষত যত,
পারিনা ভুলিতে  তোমায়
নাহি আর বাকি সময়।
অসময়ে কেন দিলে সাড়া
আকাশে যতই ফুটুক তারা,
থাকে যদি ঘন কালো মেঘ
পরিবে কী আলোর রেশ।
নয়নে আজি পরেছে ছানি
নিশিদিন টানিয়া কষ্টের ঘানি ,
জানি আছো তুমি পরম সুখে
পড়ন্ত বেলায় আসবে কিবা দুখে।
অলক্ষ্যে অন্তরীণ ঘন কালো আঁধারে ঘিরে
জীবনের স্বপ্নীল স্বপ্নগুলো আজি বড় ধিরে
বিবর্ণ বসন্তের মত ঝরে পড়ে যত্রতত্র
এ জীবনে আর গজিবেনা নবপত্র।
আশার আলো -সেতো  ক্ষীন,
বাজিবেনা কভু আর - অনুরাগের  বিন।


            ****