অচেনা যাত্রা পথে এখন আমি এক ক্লান্ত পথিক
মাঝে মাঝে থেমে যাই -
এক চিলতে সুখের ছোঁয়ার প্রত্যাশায় ,
গভীর অরণ্য মাঝে পথ হারাই
পাইনে খুঁজে দিশে ;
পথ চলতে চলতে দেখি কত বনফুল
ওদের হাত ছানিতে থমকে দাঁড়াই
এগিয়ে যাই,
স্পর্শ করার সাহস হারাই
অধীকারের দাবী খুঁজি ;
আবার পথ চলি -
চলতে চলতে বলি-
তুমি সত্যি বলছো কি?
তোমার আহবানে কিম্বা -
মৃদু হাসির অন্তরালে রহস্য লুকিয়ে নেইতো ??
এ প্রশ্নের উত্তর আজো পাইনি খুঁজে
জানি কখনো বলবেও না তুমি ,
যা বলেনি লিওনার্দের মোনালিসা-
বলেনি জীবনানন্দের বনলতা ;
যার রহস্য আজো অজানাই রয়ে গেছে,
যারে সিংহল- সমুদ্র পেড়িয়েও কবি
লেনদেন মেটাতে পারেনি ।
আমি আজো হাঁটি নিরুদ্দেশ অজানা পথে,
উদ্দেশ্যহীন সে যাত্রা।