অপেক্ষায় আছি - শুধু তোমারই জন্য
নিটল মুখখানি দেখবো বলে,
লেট ট্রেনের যাত্রীর মত পায়াচারী করছি স্টেশনের প্লাট ফর্মে ।
আর কত অপেক্ষার পর দৃষ্টি সীমার নাগালে ভেসে উঠবে তোমার গোলাপী মুখ
স্নিগ্ধ হাসির রেখা ফুটবে বিকশিত পুষ্পের পাঁপড়ির মত ।
বল আর কত অপেক্ষার প্রহর গুনতে হবে ?
মিনিট,ঘন্টা ,দিন , সপ্তাহ, মাস , বছর অথবা কতটি যুগ অপেক্ষার পর ,
কতবার বল্লে আসবে -
তবু কথা রাখলে না !
সুনীল বাবুর বরুণার মত তুমিও কি..........
বল নন্দীতা -
এ অপেক্ষার বন্দিশালা থেকে কবে মুক্তি দেবে
মুক্ত বিহঙ্গের মত আবার কবে
ডানা মেলে শরীরটাকে ভাসাবো নির্মল আকাশে
অবিরাম চলবো দিগন্ত থেকে দিগন্তে
ফেরার ইচ্ছা জাগবেনা কোন দিন- কোন কালে,
তারপর অতিথী পাখির মত
ফেলে যাবো একটি ঝরা  পালক -
হয়তো তাও মিশে যাবে, হারিয়ে যাবে
তারে আর খুঁজে ফিরবোনা কোনদিন কোন কালে।
স্মৃতির পাতা থেকে।
       ****