ভোরে আমার ভাঙতো ঘুম
দোয়েল পাখির ডাকে ,
শালিক পাখি ঠোঁট বুলায়
শিমুল গাছের শাখে।
।।
ঘুঘুর বাসায় ছানা ধরতে
কা কা করে কাক
লক্ষী প্যাঁচা আড়াল থেকে
জোরে মারে হাঁক।
।।
চড়ুই পাখি ঘরের চালে
কিচির মিচির করে
নিশি রাইতে হূতুম দেখ
অলক্ষুনের সাজে।
।।
কুহু কুহু কোকিল কেন
পরের বাসা খোঁজে
অন্যের ডিম খেয়ে সে যে
নিজের ডিম গোঁজে।
।।
মাছরাঙ্গা জলা ধারে
বসে চুপটি করে
টেংরা কিম্বা পুঁটি ধরে
রঙিন ঠোঁটে করে।
।।
বুনো পায়রা বুনে বাসা
গোয়াল ঘরের টোঙে
দেখতে সুন্দর ছাই রাঙ্গা
বাচ্ছা গুলি ফিঙ্গে।
।।
কুমুম ফুলের ক্ষেতে আহা
বসত টিয়ে পাখি
দূর থেকে দেখেছি তাহা
মেলে দুটি আঁখি।
।।
কোথায় গেছে হারিয়ে তারা
কোন সে অচিন দেশে
মনের মাঝে কষ্ট পুষি।
ওদের দেখা নাই যে।
।।
       ***