আমার সুন্দর স্বপ্নগুলি ভেঙ্গে গেছে
শরতের ধূসর মেঘের মত,
প্রত্যাশা গুলি হারিয়ে গেছে
সিঁদুর পরার পূর্বেই।
সুন্দরের নীড়ে এখন অসুন্দরের বসবাস
যত সব কীটের অবাধ বিচরন।

আমার স্বপ্নগুলি এখন ঝরা পাতার মত
অযত্নে-অবহেলায় পায়ের নীচে
মচ্ মচ্ শব্দে মাড়িয়ে যায় অগনিত পথিক
কেউ ফিরেও তাকায় না একবার।

অতিথি পাখির ঝরা পালকের মত
আমার প্রত্যাশা গুলি পদ্মার বালি চরে
বাতাসে উড়ে বেড়ায় এলোমেলো
তাতে নেই বন্দুক হাতে শিকারির লাসসা
আমি এখন নিঃসঙ্গ ফেরারি পথ হারা পথিক।
          ****