প্রতিক্ষা
         মোসলেম উদ্দিন মনির ,
।।।
সিন্ধুর পাড়ে  খুঁজেছি  তোমায়
যমুনার পাড়েও কিছু কাল -
পদ্মার পাড়ে খুঁজিতে যেয়ে
হারিয়ে ফেলেছি আমি হাল।
।।
জানিনা আজি কোথায় আছ
কোন সে অচিন পাড়ে-
পথ ভুলে আজ হেঁটেছি  আমি                                        নিশানা বিহীন - দ্বারে দ্বারে।
।।
পাবো কি কখনো খুঁজে
বলো হায়                              আর কি তোমায় আমি-                                         ছিলে তুমি মোর হৃদয়ে আমার
সোনার চেয়েও দামী।
।।
দূর সিন্ধুর পাড় হতে যদি
কখনো আমায় ডাকো
তখনো আমার সাড়া মিলিবে বুঝি
যদি হৃদয়ে কভু রাখো।
।।
মনে আছে বন্ধু আজো তোমায়
কভু নাহি যাই ভুলে-
তোমারে দেখিতে আঁখি দুটি মোর
চেয়ে আছে পর্দা খুলে।
।।
আর কি কখনো আসিবে ফিরে
দেখিবো  নয়ন জুড়ে-
হারাবো না তোমায় কভু আমি আর
হাজারো মানুষের ভীরে।
।।
শুনিতে কি পাও আকুতি আমার
হৃদয়ের ভারী ক্রন্দন
তোমারি জন্যে ভাবিতে আমার
সে কি প্রেমের বন্ধন!
      ****