জানি আর কোন দিন দেখবোনা
সেই পূষ্পিত কাননে তোমায়,
শোভিত পোশাকে -যেখানে প্রকৃতির
অপরূপ সাজে মিশে ছিলে ,
শুভ্র দাঁতের মুক্ত হাসিতে আর-
দেখবোনা কামিনী ফুলের সুবাস নিতে।
অথচ কত নিকটে ছিলে তুমি
একেবারে নাগালের গন্ডি সীমায়,
ছুঁয়ে দেখতে পূর্ণ অধিকার পেয়েও
স্পর্শ করিনি অবহেলে,
জানতাম ওটা আর কারো নয় -
শুধু আমারই।
প্রত্যাশার মাঝে কোন খাদ ছিলনা,
নিখাদ প্রত্যাশা - যা কি'না হাত ছাড়া হতে পারে বেমালুম,
কল্পনার স্বর্গরাজ্যে ছিল শুধু তোমার বাস
অথচ আজ ?
সম্পূর্ন বিপরীত মেরুতে তোমার বাস.
মাঝ খানে চীনের প্রাচীর সম পুরু দেয়াল -
যা ভেদ করার সাধ্যের অতীত ,
কিন্ত কেন এমনটি হল ?
কেন আজ ধ্বনিত হয়না মাধবী শঙ্কের বীণা?
এ প্রশ্নের উত্তর খুঁজেছি অনেক -
হেঁটেছি অনেক পথ ,
সাইবেরিয়ার বরফ ঢাকা রাজ্য থেকে
আমাজান অববাহিকা ,সুমাত্রা,জাভা -কম্বোডিয়া অবধী,
আমি এখন ক্লান্ত ,পরিশ্রান্ত ব্যর্থ দিকহার পথিক।
রহস্যের অন্তরালে হারিয়ে গেছে সব ।
আজ শুধুই বলি-
কোথায় আছ তুমি ?
কেমন আছ ?
       ****