সেই বিকেল কি আর আসবে ফিরে
যে বিকেলটি ছিল শুধুই আমার,
সোনালী সেই বিকেলের তীর্যক রোদে আবার কি স্নান করবো দুজন ।
প্যারালাল নদী রক্ষার ব্লকে বসে তোমার শরীরের উত্তাপে পুলকিত হতে
বার বার ফিরে যায় মন।
অতিথি পাখির ঝরা পালকের মত
হারিয়ে যাবেনা কোন দিন , কোন কালে।
তোমার পারফিউমের গন্ধ এখনো নাকে এসে বাজে
পরন্ত বিকেলে হাঁসগুলি নীড়ে ফেরার মহড়ায় ব্যস্ত ছিল,
অথচ তুমি একটি বারও বলোনি ফিরে যাবে,
সূর্যটা কেমন যেন বেরসিক
তর সইলো না , সোনালী আভার সমাপ্তি টেনে -রক্ত লাল
পৃথিবীর বুকে টেনে আনে আঁধারের রেখা।
বিকেলটা শেষ হয়
পাখিরা নীড়ে ফেরে
সেই হাঁসগুলিও
তারপর-
সেই বিকেলের প্রতিক্ষায় আছি
সাথী হারা কপোত যেমন তার কপোতির তরে.......
           ****