সেই হাসিটা দেখবো বলে
মুখিয়ে আছি আজো,
কখন কবে দেখতে পাবো
সেই কথাটি বলো।
নদীর ধারে থাকো যদি
সকাল কিংবা সাঁঝে,
নয়তো আবার শরৎ কালের
নীল আকাশের ভাঁজে।
যদি থাকো পুকুর ঘাটে
নগ্ন পায়ে তুমি,
হাঁসগুলিরে বলে দিবো  
পা দুখানি চুমি।
নয়তো আবার সাত সকালে
শিশির পড়া ঘাসে,
পায়ের পাতা ছুঁয়ে যাবে
সূর্য উঠার আগে।
বলো তুমি হাসবে কি আর
আমার দিকে চেয়ে,
কাল বৈশাখী মেঘখানি আজ
আসছে কেমন ধেয়ে।
ভয় পেয়ো না  বন্ধু তুমি
ধর দুটি হাত,
নইলে পরে ভীষণ বিপদ
সামনে মরণ ফাঁদ।
কে রোধে আর তোমার হাসি
হাজার দিয়েও বাধা
তুমি যে মোর আশার আলো
প্রণয় কালের রাধা।
         ****