অনামিকা -অমন করে মোনালিসার মত চেয়ে আছো কেন?
অভেদ্য  রহস্যাবৃত্তে  ঘিরে আছো তুমি!
খাঁচায় বন্দী পাখির মত ছটফটাও
মুক্ত বিহঙ্গের মত আকাশে ডানা মেলতে।
তোমার  ওষ্ঠযুগল ঠিক যেন পরিস্ফুটিত গোলাপের পাপড়ি।
মক্ষিকার মত আকৃষ্ট হই তোমার ওষ্ঠে ওষ্ট মেলাতে;
মায়াবী চাহনিতে রোমাঞ্চিত হতে বিভোরে অপলক।
অথচ মনে হয় -
তোমার শূন্য হৃদয়ে জমে আছে বিষন্নতা রাশি রাশি,
অন্ধকার কারগার থেকে মুক্ত করে-
আমি ভরিয়ে দিব তোমার শূন্য  হৃদয়ে ভালোবাসা পরিপূর্ণতায় ;
তোমার চোখের তারায় অসম্ভব রকমের কষ্টরা দানা বেঁধে আছে,
আমি স্পষ্ট দেখতে পাই-
এবং একদম নির্ভুল ।
তোমার উন্নত বক্ষদেশ উত্তাল তরঙ্গায়ীত সমুদ্রের ঢেউয়ের   মত আছড়ে পড়ে -
সৈকতে নয়,
একেবারে আমার হৃদয়ে ঝড় তুলে,
যা অনুভবের কেউ নেই।
এসো   তুমি অনামিকা -
আমার বুকে মিশে যাও -
থেমে যাবে সব উত্তাল ঢেউয়ের উন্মাদনা,
কেটে যাবে সব রহস্যের বেড়াজাল,
মেতে উঠবো নতুন মাদকতার খেলায়
তুমি তৃপ্ত হবে - জীবনানন্দ যেমন করে বনলতার মাঝে।
সেই প্রতীক্ষায় আছি -
খোলা আছে মোর দার
বন্দিশালা ভেঙে ছুটে চলে এসো
থাকবে না আর বেদনার ভার।
     ***