বহতা নদীর মত জীবনের দিনগুলি কেটে যায় অবিরত
শুধু রয়ে যায় এক আকাশ কষ্টের -
না ভোলা স্মৃতির পাহাড় ;
বাঁধ ভাঙ্গা স্মৃতিগুলি পরে থাকে অকাতরে
অবহেলায় অবিন্যাস্ত-
পদ্মা কিম্বা যমুনার চরে অতিথি পাখির
ঝরা পালকের মত।
নদী ভাঙ্গনের মত কষ্টগুলি আছড়ে পড়ে
বুকে নয় ঠিক মনের উপর,
ফিনকি দিয়ে রক্ত ঝরে হৃদপিণ্ডে-
একেবারে কুরবানীর পশু কাটলে যেমন রক্তের স্রোতধারা বয়।
সে তুমি বুঝবেনা নন্দিতা -
যা বুঝবার স্পৃহা একদম তোমার নেই,
থাকবার কথাও নয়।
সে যন্ত্রনা শুধু আমার; একান্ত আমার।
জানি সুখের সাগরে ভাসছে তোমার তরী
নন্দিত নন্দনে সাজানো তোমার ঘর,
তাতে আমার এতটুকু ঈর্ষা নেই,
নেই এতটুকু অভিযোগ কিম্বা  অনুযোগ ;
শুধু জানতে ইচ্ছে করে-
অতীতের ফেলে যাওয়া স্মৃতির সবই কি ভুলে গেছ?
আর কিছু নয়,
এই মোর শেষ প্রশ্ন নন্দিতা ।
           *****