বর্ষা নিয়েছে বিদায় ভাদ্রের শুরু
চোখে ভাসে মেঘমুক্ত নীল আকাশ খানি,
সূর্যের সোনালী করে
শিশিরের বিন্দু ঝরে
কে যেন দিয়েছে ধুয়ে রুপার চামচ আনি।
...
ক্লান্তিময় মেঘখানি সুনীল অম্বর
লইয়াছে শয্যা যেন সুখ স্বপ্নময় ;
চন্দ্রের কিরণ এসে
যায় যেন ভালোবেসে
শরৎ কি ঐশ্বর্যময়!
...
মনে পড়ে শরতের স্নিগ্ধ ছায়া তলে
কে যেন ডাকিতে মোরে এসেছিল দ্বারে,
পরিধানে লাল চেলি
কেশ গুচ্ছে দিয়ে বেলি
এসেছিল সন্ধ্যার ক্ষীণ অন্ধকারে।
...
ফেলিয়া দীর্ঘশ্বাস চলে গেছে ধীরে
মুছেছিল  অশ্রুধারা বস্ত্রাঞ্চল টানি,
বলেনিকো মুখ ফুটে
লিখেছিল চির কুটে
শয্যা তলে রেখে দিতে কাঁপিল হৃদয় খানি।
...
আসে শরৎ জোছ্না বিধুর রাত
জাগে জন্য চন্দ্রিমা, নিশি কেটে যায়,
সেদিন যে ব্যথা লয়ে
ফিরে গেছে ক্ষয়ে ক্ষয়ে
আসিবেনা জানি, কেমনে ফিরাবো তায়।
  ***