সুনীল অম্বরে আজি শরতের শুভ্র মেঘখানি
দেখতে অনন্যার দু'পাটি দন্তের মত জানি।
বিহঙ্গ মেলেছে ডানা- উড়িতে নেইকো মানা
ক্ষুধার আধার কোথায় বলো খুঁজিছে শস্যদানা।
সবুজ অরণ্যের মাঝে ঘন বৃক্ষের শোভা বহে
শারদ আসিছে বুঝি - সমাদর করহে তাহে।
নদীর চরে কাশফুল ফুটেেছে ধীবর ধরিছে মাছ
অনন্যা তুমি পড়িয়া আসো ভাঙিয়া শাড়ির ভাঁজ।
কুমারে গড়িছে মূর্তি  আহা দেখিতে নয়ন জুরায়
তুমিও কী কম দেখতে একদম তাহারই উপমায়।
দূর্গতি নাশিতে মায়ে আসিবে  মর্তলোকে নেমে
ধরার অসুর বধ করিতে আসিছে দিব্যলোকে।
মায়ের অপার মহিমায় তব মিটিবে তৃষিত তিয়াস
শারদ উৎসবে চলো দুইজনে গড়ি প্রণয় ইতিহাস।
খোঁপায় গুঁজিয়া শিউলীর মালা হাতে কাশফুল
নাকে নোলক গলে পুঁথিদানা কানেতে ঝুমুর দুল।
করনা দেরী এসো তাড়াতাড়ি বাড়াও তোমার হাত
রাখি বন্ধনে অতি যতনে ছাড়িবেনা কভু সাথ।
              ***


......