হীরের দামে নয় , সোনার দামেও নয়
মাত্র এক কৌটা সিঁদুরের দামে কিনেছি তোমায়
হারাবেনা জানি কোন কালে-
তুমি যে লেখা আছ মোর ভালে।
নন্দিতা- জান নাকি তুমি ,ঘুরেছি অনেক পথ,
নাটোরের রাণী ভবন, বগুড়ার মহাস্থনগড়, সেন্টমার্টিনের সমুদ্র বিলাস,
ময়মনসিংহের মুক্তাগাছা, তেঁতুলিয়ার
বাংলাবান্ধা, দক্ষিণের সুন্দরবন
কোথায় খুঁজিনি বলো?
সীতাকুণ্ড, ইনানী সৈকত , মাধবকুণ্ডু,
জাফলং বাদ পরেনি তাও।
ক্লান্ত হয়েছি, অভূক্ত থেকেছি তবু
নিরাস হইনি একদম
শুধু তোমারি জন্যে নন্দিতা
এতটুকু ধর্যচ্যূত হইনি
একবুক বিশ্বাস আমাকে দৃঢ় চিত্তে
শক্তি দিয়েছে হিমালয় পর্বতের মত।
সীমান্তের প্রান্ত ছুঁয়ে বার বার ফিরে এসেছি
খুব কাছে এসেও মেলেনি দেখা
শুধু আমি একা,
তারপর -
তুমি যে এত কাছে বুঝতেই পারিনি
এক চিলতে সিঁদুর পড়িয়ে দিলাম তোমার কপালের মধ্যস্থান থেকে সিঁথি অবধি,
অবশিষ্ট কৌটা তুলে দিলাম তোমার
মেহেদি রাঙা হাতে
আজি কিনিলাম তোমায় এক কৌটা সিঁদুরের দামে
যা কখনো যাবেনাক মুছে
যা মুছে যাবার নয়।
******