কিসের নৈবেদ্যে সাজাবে বলো অনুরাগের বাগিচা খানি,
সবুজ পত্র -পল্লবে পুষ্পিত কাননে  শুনিবে কি ভ্রমরের গুঞ্জন?
আজি চারিধারে শুধু বিষাক্ত নিঃশ্বাসের তীব্র বায়ুর দহন,
পুড়ে যায় সুন্দরের ভাবনাগুলি অকাতরে,
কোথা পাবে শীতল মেঘের নির্মল বর্ষণের পেলবতা-
কোমল মাটির সোঁদা গন্ধে মাতিবে কবে কৃষক লাঙ্গলের গুটি ধরে।
ঘন শ্যামল ফসলের ক্ষেত দুলিবে কি আর অশান্ত বাতাসে,
নদীর ঘাটে কলসী কাঁখে আর কখনো দেখিবে তুমি বাংলার বধুরে!
এমনি করে সহস্র প্রশ্নে আহত হয় সুন্দর বাসনাগুলি-
রক্তক্ষরণ হয় হৃদপিণ্ডে বিরতিহীন।
চেতনার জমিনে এখন আর ফলেনা সোনার ফসল
চৈত্রের তাপদাহে যেনো   ফেটে চৌচির হয়,
সুন্দর স্বপ্নগুলি ভেঙ্গে যায় ঠুনকো কাঁচের মত।
টুইনটাওয়ারের মত ধ্বসে যায় অবলীলায় দিবালোকে
চোখের সমুখে।
    ***  ***  ***