যশাই বিলে ছিলো আগে
শোল জিয়েল আর কই,
দেখা  আর যায়না ভাইরে
টাকি রয়না, মাগুর রুই।
..
বিলের মাঝে পাটের ক্ষেত
কৃষক ফলায় ধান
মাছেরা সব নিছে বিদায়
কাদায়  কিছু ব্যাঙ।
..
বর্ষা হলে শিক্ষক মশাই
নৌকা বাইয়া  ঘাটে
বিদ্যালয়ে  আসতেন তারা
জ্ঞানের আলো দিতে।
...
ঐতিহ্য  এখন স্মৃতির পাতায়
আঁকা আছে সবই
এমনি করে বদলে যাচ্ছে
সোনার বাংলার ছবি।
        ***
* পাংশা উপজেলার- যশাই
ইউনিয়নের বিখ্যাত কাঞ্চনপুরের
বিল থেকে।
০৬. ০৮.২০২১ ইং
পড়ন্ত বিকেলে।