আজ সত্যের অপমৃত্যু হয়ে গেছে-
মিথ্যের যাঁতাকলে চাপা পরে,  
চারিদিকে শুধু মিথ্যের মিছিল
এতটুকু অবকাশ নাই দম ফেলবার,
চাটুকারে ছেয়ে গেছে চারিপাশ
দুঃসহ বেদনায় ভারী হয়ে গেছে বাতাস।
নিঃষ্কলুস সত্যের বুকে পদাঘাত ফেলে-
নেমে এসেছে নিরেট অন্ধকার,
প্রতিকার কিংম্বা প্রতিবাদের ভাষা আড়ষ্ঠ হয়ে গেছে,
সত্য এখন গুয়াতানামো কারাগারে বন্ধি
ছটফটায় মুক্তির জন্যে,
একটু আলোর জন্যে,
একটু নির্মল বাতাসে শ্বাস নিবার জন্যে।
বিরতিহীন নির্জাতনে জ্ঞান হরিয়ে সত্যরাও
ভুলে গেছে সত্য -মিথ্যার প্রভেদ বিচার করতে।
সত্যি আজ সত্যের অপমৃত্য হয়ে গেছে
চেয়ে চেয়ে দেখা ছাড়া কিইবা আছে করার....
সত্য যেখানে বন্ধি শিকলে।