সত্যের মৃত্যূ ঘটে গেছে সেই কবে
মিথ্যার বেসাতি চারিদিকে- হামলিয়ে বেড়ায় অমৃতের স্বাদে।
আমি আর এখন সত্যের খোঁজে
সময় দিতে রাজি নই
শুধুই মিথ্যার বোঝা বই।
।।
সত্যের স্বাদ বড় তেতো-
তাইনা মৌমিতা?
আমি বলছিনা তুমি নও সীতা
সতীর বসনে তুমি তাইতো -
মৌমিতা?
দহন জ্বালায় পুড়ছি আমি
দিনের পর দিন
রাতের পর রাত-
কষ্টের সিঁড়ি ডিঙ্গানো -
সে কি অপূর্ব স্বাদ !
সে তুমি বুঝবেনা ।
।।
ভিষন এক বে রসিক বেহায়া -
নাগর সেজে তোমার কুমারীত্বের
স্বাদ নিতে নির্লজ্জের মত
চরিত্র হননে ব্যতি- ব্যস্ত হয়ে উঠেছিলাম বলেই বুঝি -
অমন করে বলেছিলে ?
বুঝতে পারিনি মৌমিতা
একদম বুঝতে পারিনি।
।।
একটুও বুঝতে চেষ্টা করনি
সত্য-মিথ্যার বাদ-বিচার করলেনা
কি অপূর্ব ধারনা তোমার !
মিথ্যার যাঁতা কলে চাপা পরে
অকালেই ঝরে গেল তিল তিল করে গড়ে উঠা অনুরাগের -
সুসজ্জিত বাগিচাখানি
এ যেন ছেলেবেলার পুতুল খেলা
আর সত্য হয়ে গেল ম্লান।
       ****