শ্রাবণের ঘোলা মেঘের দিকে চেয়ে আছি
কখন যেন ঝরবে বারি অঝোরে
যেমন করে ঝরতে দেখেছিলাম তোমারই চোখে সেই কবে,
জানো নন্দিতা -আমার চোখে কিন্তু এক ফোঁটাও ঝরেনি ,
শত শত মানুষের ভীরে যেমন করে অপলক দেখেছিলাম -
হয়তো তেমন করে দেখেনি কেউ কোন দিন তোমাকে।
অনেকটি বছর পর-
পাংশা রেল স্টেশনের প্লাট ফর্মে
তোমাকে দেখে বিশ্বাসই করতে পারিনি
তুমি সেই দিনের তুমি কি'না,
শাওনের পাশে তোমাকে ভিষন মানিয়েছিল
ওর শরীরে ভর রেখে তুমি বসেছিলে
পরম নির্ভরতায় এক জোড়া কপোত-কপোতির মত,
তাজমহলে অমন করে বসার কল্পনাও হয়তো করেনি মমতাজ শাহজাহানের পাশে,
একদৃষ্টে চেয়েছিলে শাওনের মুখপানে
আর আমি তোমাকে ........
মানুষ বুঝি এমনি করেই বদলায়,
ইচ্ছে করেই দেখা দেইনি নন্দিতা
সৌন্দর্যের ছন্দ পতন হোক সেটা ভেবেই হয়ত।
অথচ-এমনটি হবার কথা ছিলনা নন্দিতা
সিডরের আগ্রাসী আঘাতে সব স্বপ্নগুলি গুঁড়িয়ে গেছে রানা প্লাজার মত,
যাকে আপন করতে পারিনি-
তার প্রতি অধীকার দাবী বোধকরি অন্যায় , অমূলক
এখন শ্রাবণের মেঘের দিকে চেয়ে থাকি
শুধুই স্মৃতির প্রত্যাশয়।
      ****