স্রোতস্বিনীর মত অবিরাম বয়ে চলে  সময়ের চাকা-
পেছনে ফিরে তাকাবার অবসর তার নেই।
এ চিরন্তন সত্যকে অস্বীকার করবার সাধ্য কার বলো ?
শুধু কিছু স্মৃতি থেকে যায় চেতনার জালে আটকে,
যা কখনো মুছে যাবার নয়
যা ভুল যাবারও নয়।
সুখকর নয়তো বেদনার -
সুখকর স্মৃতিগুলি মরিচা ধরে আবছা কূয়াসার মত,
বেদনার স্মৃতিগুলি চকচকে উজ্জ্বল -
একেবারে উর্বর পলিমাটি মাটির মত,
সেখানে প্রতিশোধের বারুদ জ্বলে উঠে-
বিস্ফোরিত হতে চায় উৎকট গন্ধ  ছাড়িয়ে।
লকলক করে বেড়ে উঠা সবুজ ঘাসের মত; ফসলের ক্ষেতে আগাছা পরিস্কার  করে দেয় কৃষাণ
যে আগাছা ফসলকে জাপটে ধরেছিল অক্টোপাসের মত
ফসলের চেয়ে যার বাড়ছিল বড্ড বেশি ;
কৃষাণের আলকাটা কাস্তের ধারে একেবারে সাফ
এখন সে গবাদিপশুর আহার নতুবা ক্ষেতের আলে সূর্যতাপে শুকনো জ্বালানী।
বেদনার স্মৃতি গুলি ভুলে যাইনি
মুছে যায়নি হৃদয় পট থেকে একেবারে।
কৃষাণের আলকাটা কাস্তের ধারের মত পরিষ্কার হয়ে যাবে
শুধু সময়ে অপেক্ষা  মাত্র।
   ***   ***