একটি শিউলি ফোটা সকাল চাই
যে সকালে শিশিরের রূপালী বিন্দু ছুঁয়ে যাবে তোমার আলতা রাঙা পা,
ঝরে পড়া ফুলগুলো কুড়িয়ে নেবে আঁচল ভরে;
অতি সন্তর্পণে যত্নকরে গাঁথিবে মালা
মিষ্টি সুবাসে মূখরিত হবে বাতাস,
যেমনটি কোন এক শরতের শেষে গেঁথেছিলে ,
আমাকে দেবার জন্য কী উৎকণ্ঠা তোমার!
দিনের শেষে স্নিগ্ধ সন্ধ্যায় তোমার লিপিদি আমার হাতে পৌঁছালে-
তুমি বলেছিলে - স্বর্গসুখ অনুভব করছি।
জানি না আজ মনে আছে কি'না;
হয়তো ভুলেই গেছো-
নয়তো মনে রাখবার প্রয়োজন তোমার একেবারেই নেই।
থাকবার কথাও নয়
বিশটি শরৎ কেটে গেছে অবলীলায়
তবু মনে হয় খুব বেশিদিন নয়।
জানিনা কোথায় আছ,
কোন অজানা গাঁয়ে বিম্বা নগরে
সেখানে শিউলি ফোটা সকালের শিশিরে পা ভেজে কি'না বেমালুম,
তবে নিখিল কাকুর পুরনো শিউলি গাছটি এখনো আছে থুরথুরে বৃদ্ধের মত;
এখনো শিউলি ফোটে,
শিশির পরে সকালের ঘাসের উপর
ঝরে পরা শিউলিফুল কুড়িয়ে নিয়ে যায় তোমার মত কেউ,
সবই আছে, শুধু তুমি নেই।
   ***